সর্বশেষ

الثلاثاء، 4 نوفمبر 2025


 

 

 

দক্ষিণ সুরমার কুচাই এলাকার হাফিজুর রহমান, মোমিনখলার এম এ মান্না ও গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ নাযাত টিল্লার শাহরিয়ার রহমান রনি, এই তিন যুবকের সঙ্গে প্রায় তিন বছর যাবত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেন সিলেটের মিরাবাজারের মিজানুর আমিন। তারা তিনজনই রিজওয়ান নামে এক যুবকের মাধ্যমে মিজানুরের সঙ্গে পরিচিত হন।

দীর্ঘদিন একসঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া, ঘুরাঘুরি করেন তারা। একসময় রিজওয়ান তাদের জানান মিজানুর বিদেশে লোক পাঠান। তখন এই তিন যুবকের আগ্রহ দেখে মিজানুর তাদের কানাডা যাওয়ার লোভনীয় অফার দেন। মিজান তাদেরকে বলেন নেপাল থেকে হংকং হয়ে সরাসরি ফ্লাইটে তাদের কানাডা পাঠাবেন মাত্র ১২ লাখ টাকায়। নেপাল গিয়ে পাসপোর্টে কানাডার ভিসা লাগানো হবে। কানাডায় পৌঁছার পর দিতে হবে ৫ লাখ টাকা। বাকি ৭ লাখ টাকা কানাডা গিয়ে কাজ করে পরিশোধ করবেন।

মিজানুরের এই লোভনীয় অফারে ফাঁদে পা দেন এই তিন যুবক। এরপর নেপালে তাদের জিম্মি করে কানাডা পৌঁছানোর এডিট করা ছবি দিয়ে তিন যুবকের পরিবারের কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেন মিজানুর।

এ বিষয়ে বিস্তারিত কথা বলেন মানবপচারের শিকার এই তিন যুবক।

সিলেট সিটি করপোরেশনের মোমিনখলা এলাকার বাসিন্দা এম এ মান্নান (৩৪) জানান, জিন্দাবাজার এলাকায় ভিডিও এডিটিংয়ের ব্যবসা ছিল তার। সেই প্রতিষ্ঠানে কাজ করা রিজওয়ানের মাধ্যমে মানবপাচারকারী মিজানুর আমিনের সঙ্গে পরিচয় হয় তার। প্রায় তিন বছরের পরিচয়ে অনেক ভাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

মান্নান বলেন, ‘এত ভালো সম্পর্কের মাঝে যে এভাবে আমাদের বিপদে ফেলবে আমি চিন্তুাও করিনি। মিজানুর আমাদেরকে বলে নেপাল থেকে কানাডার ভিসা করিয়ে দেবে। ১২ লাখ টাকা কানাডা পৌঁছে দেবে। কানাডায় গিয়ে ৫ লাখ টাকা ও বাকি টাকা সেখানে গিয়ে কাজ করে পরিশোধ করার কথা শুনে আমি রাজি হয়ে যাই। নেপাল পৌঁছা পর্যন্ত আমরা তিনজনের কেউ বুঝতে পারিনি যে আমরা প্রতারণার শিকার হয়েছি বা জিম্মি হব। কিন্তু যখন হোটেল থেকে আমাদের পাসপোর্ট নেওয়া হলো তখন আমরা বুঝতে পারি কিছু একটা সমস্যা আছে। পরে আমাদের হোটেল থেকে কানাডার উদ্দেশ্যে নিয়ে যাবার কথা বলে যখন গাড়িতে তুলে একটা নির্জন এলাকার বাড়িতে নিলো তখন আমরা পুরোপুরি বুঝতে পারি আমরা প্রতারক চক্রের হাতে পড়ে গেছি। কানাডা যাওয়ার জন্য ব্যবসাও হাতছাড়া করেছি। নেপালে জিম্মি থাকা অবস্থায় আমার পরিবার চার লাখ টাকা দিয়েছে দালাল মিজানুরকে।’

দক্ষিণ সুরমার কুচাই এলাকার হাফিজুর রহমান বলেন, ‘আমাদেরকে যখন নেপালে নির্জন এলাকার বাড়িতে নিলো তখন আমাদের সঙ্গের শাহরিয়ার রহমান রনি তার মোবাইলে ভিডিও করা শুরু করল। লাইভ লোকেশন বাংলাদেশে মিজানুরের কাছে পাঠায়। ওই বাড়িতে নিয়ে তারা আমাদের হাত-পা বেঁধে মোবাইলগুলো কেড়ে নেয়। অনেক মারধর করে। রনি ভিডিও করায় ওকে বেশি মারে। ওর হাত সিগারেটের আগুন দিয়ে পুড়ে দেয়। এরপর তারা আমাদের বাড়িতে কল দিয়ে বলতে বলে যে আমরা এখন হংকং যাচ্ছি। সেখান থেকে কানাডা যাব। জিম্মিকারীরা ওই রুমে এয়ারপোর্টের মতো সাউন্ড বাজায়। তারপর আমাদের ছবি, ভিডিও এডিট করে বাংলাদেশে মিজানুরের কাছে পাঠায়। মিজানুর সেগুলো আমাদের পরিবারকে দেখায়। তারা বিমানের টাইম মেন্টেইন করে করে আমাদের দিয়ে কল করিয়েছে। সবশেষ আমাদের বন্দুকের মুখে রেখে পরিবারের সঙ্গে কথা বলায়। তখন আমরা বলতে বাধ্য হই যে আমরা কানাডা পৌঁছে গেছি, তোমরা মিজানুরকে টাকা দিয়ে দাও। তখন আমার পরিবার মিজানুরকে ৫ লাখ টাকা দেয়। ধার-কর্জ করে আমার বোনের স্বর্ণ বিক্রি করে এই টাকা দেওয়া হয়। আমরা যখন কল দিয়ে বলি কানাডা পৌঁছে গেছি তখন শাহরিয়ার রহমান রনির পরিবার বুঝে যায় কোনো সমস্যা আছে।’

শাহরিয়ার রহমান রনি বলেন, ‘তারা আমাকে অনেক বেশি মারধর করে। এতে আমি অসুস্থ হয়ে যাই। আমার শ্বাসকষ্ট শুরু হলে তারা ইনহেলার এনে দেয়। এরপর কিছুটা সুস্থ হলে আমার পরিবারের সঙ্গে হাসিমুখে কথা বলতে বলে। তখন ভিডিওকলে আমি কানাডা পৌঁছে গেছি বললেও আমার পরিবারের সন্দেহ হয়। তারা তখন দালাল মিজানুরের বাসায় গিয়ে তাকে জিজ্ঞেস করে। সে তখনও কিছু স্বীকার করেনি। বলে ফেরত আনার জন্য ৫ লাখ টাকা লাগবে। আমার পরিবার তাকে টাকা দেয়। পরে আমার বাবা থানায় মামলা করলে পুলিশ মিজানুরকে আটক করে। তখন যারা আমাদের নেপালে জিম্মি করে তারা ফোনে জানতে পারে মিজানুরকে পুলিশ আটক করেছে। এটা জেনে তারা আমাদের নেপাল এয়ারপোর্টের পাশে ফেলে যায়। এরপর আমরা এয়ারপোর্টের ঢুকে ওয়াইফাই কানেক্ট করে বাড়িতে কল দিয়ে জানালে নেপালের একজন পরিচিত আমাদেরে নিয়ে যান ও পরে দেশে পাঠান। দেশে আসার পর ব্র্যাকের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা করা হয়।

এ ব্যাপারে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন, পরিবারগুলো গত ২৬ অক্টোবর পুরো ঘটনা ও বিস্তারিত সব তথ্য জানিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের আবেদন করে। এরপর ব্র্যাকের পক্ষ থেকে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) ও নেপালে যোগাযোগ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। সেদিন রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে স্থানীয় একজন দালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর নেপালের পাচারকারীদের কাছে পৌঁছালে তারা ওই দিন রাত ৩টার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের পাশে ওই তিনজনকে ছেড়ে দেয়। ৩০ অক্টোবর তারা ঢাকায় ফিরলে ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম তাদের সহায়তা করে। এরপর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাদের জবানবন্দি নেন।

তিনি বলেন, শুধু কানাডা নয়; ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে নেপালে নিয়ে একইভাবে আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি ও নির্যাতন করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। নেপালে যেতে যেহেতু ভিসা লাগে না এবং অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, তাই পাচারকারীরা প্রথমে নেপালকেই বেছে নেয়। বিশেষ করে ‘কানাডায় পৌঁছানোর পর টাকা পরিশোধ করা যাবে’- এমন প্রলোভনের ফাঁদে পড়ছেন অনেকেই। নেপাল পুলিশ এমন ঘটনায় বিভিন্ন সময়ে একাধিক বাংলাদেশিকে আটক করলেও এ ধরনের প্রতারণা থেমে নেই। কাজেই সাধারণ বিদেশগামীদের যেমন সচেতন হওয়া জরুরি, তেমনি এ ধরনের কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানাতে হবে। পাশাপাশি বিদেশে বিপদেপড়া যে কেউ ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন। আন্তর্জাতিক ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্র্যাক তাদের সহায়তা ও পুনর্বাসনে কাজ করবে।

الخميس، 16 أكتوبر 2025

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার


 

 

 

ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার তারা আনছে থ্রেডেড কনভারসেশন ফিচার। 

এর মাধ্যমে কোনো মেসেজে রিপ্লাই করলে তা মূল বার্তার নিচে আলাদা থ্রেড আকারে সাজানো থাকবে। বিশেষ করে গ্রুপ চ্যাটে এ সুবিধা কার্যকর হবে। এতে আলোচনা আরও গোছানো হবে, পুরোনো বার্তা খুঁজে বের করার ঝামেলা কমবে। ফলে অফিসিয়াল গ্রুপ বা বড় আকারের আলোচনায় উৎপাদনশীলতা বাড়বে।

বর্তমানে এ ফিচার বেটা সংস্করণে পরীক্ষাধীন। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন এ আপডেট হোয়াটসঅ্যাপকে টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো আধুনিক মেসেজিং অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় আরও এগিয়ে নেবে।

الأربعاء، 30 أبريل 2025

ওরসে অসামাজিকতা বন্ধে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ওরসে অসামাজিকতা বন্ধে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি


 

 

অনুষ্ঠিতব্য ওরসে মাজারে সকল ধরনের অসামাজিকতা ও অনৈতিক অপকর্ম বন্ধে নানা কর্মসূচি গ্রহণ করেছে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’।


এরই অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ...

বুধকার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কার্যালয়ে গিয়ে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ বৈঠক করেন।

এসময় তারা আসন্ন ওরসে শাহজালাল মাজার প্রাঙ্গণে সকল অশ্লীল, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

স্মারকলিপিতে ওরসে মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা, গান-বাজনা, মদ-গাজার আসর বন্ধ করা এবং ধর্মপ্রাণ মানুষের সঠিক পন্থায় জিয়ারত ও ইবাদাতের নির্বিঘ্ন-সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৈঠকে কাফেলার নেতারা বলেন- হযরত শাহজালাল রাহ সিলেট এসেছিলেন তাওহিদের দাওয়াত নিয়ে। সকল শিরিক-বিদাআত, অশ্লীলতা-অসামাজিকতা-অনৈতিকতা নির্মূল করতে। অথচ এই ওলির মাজার প্রাঙ্গণেই অবাধে চলছে এসব চরম অন্যায় ও বিতর্কিত কাজ। তাই এবারের ওরসে এসব কাজ কিছুতেই হতে দিবেন না সিলেটের ধর্মপ্রাণ মানুষ। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
 

বৈঠককালে জেলা প্রশাসক শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র উপদেষ্টা নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম-সদস্যসচিব দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মুফতি মুহিউদ্দিন ও মাওলানা মনসুর আহমদ প্রমুখ।
 

এদিকে, একই লক্ষ্যে গত ২৩ এপ্রিল সিলেট মহানগরের কাজিরবাজারস্থ জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়- শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় পক্ষকালব্যাপী বিশেষ কর্মসূচি চালাবে তাওহিদি কাফেলা। কর্মসূচির মধ্যে রয়েছে- ব্যাপক গণসংযোগ, প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়।

কাফেলার নেতৃবৃন্দ বলেন- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ধর্মপ্রাণ মুসলমানদের দাবিতে শাহজালাল মাজারে সাপ্তাহিক ওরসের গান-বাজনা ও মাদক আসর বন্ধ হয়েছে। এবারও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং ইসলামী শালীনতার পরিবেশে ওরস সম্পন্ন হয়।
 

তারা আরও বলেন- মাজার কর্তৃপক্ষকে ধর্মপ্রাণ জনতার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরিবিলি জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায়, সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

 

 

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রে ফ তা র

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রে ফ তা র


 

 

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।....

 

আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি জানান, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

 

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৭ বাংলাদেশে। শুক্রবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন।

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৭ বাংলাদেশে। শুক্রবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন।


 

 

 

মেঘ ডাকলেই আ ত ঙ্ক : সিলেটে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতে ১২ প্রাণহানী

মেঘ ডাকলেই আ ত ঙ্ক : সিলেটে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতে ১২ প্রাণহানী

 


মৌসুমের শুরতেই বজ্রপাতে এমন প্রাণহানীর ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরী করেছে। গোটা বিভাগজুড়ে বিশেষ করে হাওরাঞ্চলের মানুষরা আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে উঠছেন। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলায় একের পর এক বজ্রপাতের ঘটনায় আতঙ্কে দিন কাটছে মাঠের মানুষের। বিভাগের হাওরাঞ্চলজুড়ে এখন এক ভিন্নরকম আতঙ্ক বজ্রপাত।

 

 

জানা যায়, সর্বশেষ সোমবার (২৮ এপ্রিল) একদিনে সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এরমধ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। হাওরে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন তিনি। এসময় তার সাথে থাকা গবাদিপশুরও মৃত্যু হয়। এদিকে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে বজ্রপাতে দুর্বাসা দাস নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। অপরদিকে, মৌলভীবাজারের বড়লেখা  উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মাখন রবি দাস নামে আরো এক চা শ্রমিকের মৃত্যু হয়।

 

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জীবন মিয়া নামে দুবাই প্রবাসী যুবকের মৃত্যু  হয়। বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার সেচনী গ্রামে ২৩ এপ্রিল সন্ধ্যায় বজ্রপাতে প্রাণ হারান ২০ বছর বয়সী কৃষক আবু আইয়ূব। তিনি মাঠে ধানের খড় সংগ্রহ করছিলেন। এর একদিন আগে, ২২ এপ্রিল চন্ডিপুর গ্রামে ধান কাটতে এসে বজ্রাঘাতে মারা যান ভোলার রসুলপুরের ইকবাল হোসেন, যিনি দিনমজুর হিসেবে কাজ করছিলেন। একইদিন সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকা চালাতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান জিলান মিয়া।

 

এর আগেও, ১৬ এপ্রিল হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশা হাওরে ধান কাটার সময় মারা যান চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিক-মনিরুল ইসলাম ও কপিল উদ্দিন। এছাড়া ১৫ এপ্রিল সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায় মারা যান দুই কৃষক-আমির উদ্দিন ও দেলোয়ার হোসেন। ১৮ মার্চ ভোররাতে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলায় বজ্রপাতে প্রাণ হারান সাইদুল ইসলাম নামের এক যুবক, যিনি টিউবওয়েল থেকে পানি তুলছিলেন।

 

আবহাওয়াবিদদের মতে, চলতি মৌসুমে প্রচন্ড গরমের পর হঠাৎ বৃষ্টি বজ্রপাতের প্রবণতা বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, সিলেটের ওপর দিয়ে এখন তীব্র বজ্রপাত ও মাঝারি বৃষ্টিপাত প্রবাহিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

 

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে গড়ে আড়াই থেকে তিনশ মানুষ প্রাণ হারান, যার ৯৩ শতাংশই গ্রামাঞ্চলে। দেশের ১৫টি বজ্রপাত ‘হটস্পট’-এর মধ্যে অন্যতম সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এসব এলাকায় উন্মুক্ত হাওরাঞ্চল থাকায় বজ্রপাতে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি।

 

এদিকে, মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন টানা দেশজুড়ে বৃষ্টি ঝরবে। এরপর কমবে বৃষ্টিপাতের প্রবণতা। যদিও এ সময়ের মধ্যে টানা চার দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। পঞ্চম দিন থেকে দিনের তাপমাত্রা কমে রাতে বাড়বে।

 

জগন্নাথপুরে ছাত্রলীগের হা ম লা য় বৈষম্য বি রো ধী ছাত্র আন্দোলনের নেতা আহত

জগন্নাথপুরে ছাত্রলীগের হা ম লা য় বৈষম্য বি রো ধী ছাত্র আন্দোলনের নেতা আহত


 

 

জগন্নাথপুরে ছাত্রলীগের হা ম লা য় বৈষম্য বি রো ধী ছাত্র আন্দোলনের নেতা আহত

 

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে মাগুরা নদীর পাড়ে এ হামলার ঘটনা ঘটে।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেন মিয়া রাত ২ টার দিকে সৈয়দপুর বাজার সংলগ্ন মাগুরা নদীর দক্ষিণপাড়ের নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ করে নদীপাড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুনু মিয়া, আসাদুল, অলিউর রহমানসহ তাদের সঙ্গীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার উপর আক্রমণ করে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে পরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।


জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে হামলাকারীরা সবাই পালিয়ে গেছে। তাহেন মিয়ার স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।