জগন্নাথপুরে ছাত্রলীগের হা ম লা য় বৈষম্য বি রো ধী ছাত্র আন্দোলনের নেতা আহত
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে মাগুরা নদীর পাড়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেন মিয়া রাত ২ টার দিকে সৈয়দপুর বাজার সংলগ্ন মাগুরা নদীর দক্ষিণপাড়ের নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ করে নদীপাড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুনু মিয়া, আসাদুল, অলিউর রহমানসহ তাদের সঙ্গীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার উপর আক্রমণ করে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে পরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়েছে। তবে হামলাকারীরা সবাই পালিয়ে গেছে। তাহেন মিয়ার
স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


0 coment rios: