সুনামগঞ্জের ছাতকে নি’খোঁজ নাজমিন বেগম (২৬) নামে এক গৃহবধূর স্বামীর বাড়ির পুকুরের পানিতে ভাসমান লা’শ উ’দ্ধার, র’হস্য উদঘাটনে স্বামী আ’ট’ক।
গত রবিবার (৩ অক্টোবর)সকালে স্বামীর বাড়ি থেকে নি’খোঁজ হন গৃহবধূ নাজমিন বেগম। একদিন পর(৪ অক্টোবর) সোমবার সকালে নিখোঁজ গৃহবধুর লা’শ তার স্বামী বাড়ির পুকুরে স্থানীয় লোকজন দেখে উপজে’লার জাহিদপুর পুলিশ ফাড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গৃহবধুর লা’শ উ’দ্ধার করেন।
জানা যায়, উপজে’লার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের ছুরাব আলীর কন্যা নাজমিন বেগমকে প্রায় চার বছর আগে বিয়ে দেন একই উপজে’লার দোলারবাজার ইউনিয়নের কা’টাশলা গ্রামের সম’র আলীর পুত্র সুমনের সাথে। মোজাম্মেল নামের ৯মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের। সম্প্রতি ওই গৃহবধূকে মা’রধরসহ নি’র্যা’তনের অ’ভিযোগ উঠে পরিবারের বি’রুদ্ধে। অন্য মেয়ের সাথে পরকী’য়া আসক্ত থাকার অ’ভিযোগ দিতেন স্বামীর নামে । যে কারণে গত ১৭ সেপ্টেম্বর পুত্রকে নিয়ে পিত্রালয়ে চলে যান নাজমিন। পারিবারিকভাবে বিষয়টি নিস্পত্তি করে ২ অক্টোবর পুত্র বধূকে বাড়িতে নিয়ে আসেন শশুর সম’র আলী। কিন্তু ৩ অক্টোবর সকালে তাদের কন্যাকে পাওয়া যাচ্ছেনা বলে জানানো হয় ছুরাব আলীর পরিবারকে।
এ ব্যাপারে ছাতক থা’নার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নি’হতের স্বামী সুমন মিয়াকে আ’ট’ক করা হয়েছে। হ’ত্যা না আত্মহ’ত্যা এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। লা’শের ময়না ত’দন্তে সুনামগঞ্জ পাটানো হয়েছে। রিপোর্ট পেলে মৃ’ত্যুর কারণ জানা যাবে। আপাদত থা’নায় অ’পমৃ’ত্যুর মা’মলা নেয়া হবে।
0 coment rios: