করো’না টিকার নিবন্ধন করার পর ম্যাসেজ না আসায় প্রথম ডোজের টিকা দেওয়া হয়নি জায়দা খাতুনের। বেশ কিছু দিন পর হঠাৎ তার মোবাইল ফোনে আসে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার ম্যাসেজ। কিন্তু তখন আর তিনি বেঁচে নেই। ক্যান্সারে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন। ফলে তার দ্বিতীয় ডোজের টিকাও আর নেওয়া হয়নি। কোনো টিকা না নিলেও অনলাইন থেকে টিকা প্রদানের সনদ ডাউনলোড করেছেন তার ছে’লে।
জায়দা খাতুনের ছে’লে আজমল হোসেন বলেন, আমি গত ১ আগস্ট আমা’র আম্মাকে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করে চিকিৎসকের সঙ্গে পরাম’র্শ করি। চিকিৎসক টিকা না দেওয়ার জন্য বলেন। পরে আমিও আর টিকা দেওয়ার জন্য যোগাযোগ করিনি। হাসপাতাল থেকে ১ম ডোজ টিকা প্রদানের জন্য কোনো এসএমএস আসেনি। কিন্তু ২য় ডোজ প্রদানের জন্য ১৮ সেপ্টেম্বর একটি এসএমএস আসে। আমা’র আম্মা তার আগেই গত ২৯ সেপ্টেম্বর মা’রা যান।
তিনি জানান, ৪ অক্টোবর আমা’র ফোনে আম্মা’র টিকা সনদ সংগ্রহ করার জন্য এসএমএস আসে। আমি লগইন করে সনদ ডাউনলোড করে দেখি আমা’র আম্মা’র মৃ’ত্যুর ২১ দিন পরে তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আমা’র মা’থায় আসছে না মৃ’ত ব্যক্তি কিভাবে টিকা দেওয়া হলো।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, এটা হওয়ার কথা না। প্রথমে ডাটা এন্ট্রি করা হয়। তারপর তা অনলাইনে আপডেট হয়। এই ধরনের জটিলতা হওয়া কোনোভাবেই সম্ভব নয়।সুত্র-সিলেট টুডে ২৪
0 coment rios: