ঢাকা সিলেট রেলপথের হবিগঞ্জের লস্করপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া নামে এক শি’শুর মৃ’ত্যু হয়েছে। নি’হত মিনহাজ মিয়া লস্করপুর এলাকার মুরাদ মিয়ার ছে’লে।
মঙ্গলবার দুপুরে লস্করপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে। নি’হতের বাবা মুরাদ মিয়া জানান, আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মিনহাজের নানা মাছ ধরছিল। এসময় সে রেল লাইনের পার্শ্বে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন মিনহাজকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আ’হত হয়। পরে তাৎক্ষণিক তাকে উ’দ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতা’লে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতা’লের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, ট্রেনের ধাক্কায় ওই শি’শুটি গুরুতর আ’হত হয়। তাকে হাসপাতা’লে নিয়ে আসার আগেই সে মা’রা যায়।
হবিগঞ্জ সদর মডেল থা’নার ওসি মো. মাসুক আলী জানান, লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য ম’র্গে প্রেরণ করা হয়েছে।
0 coment rios: