الأربعاء، 13 أكتوبر 2021

হবিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 


হবিগঞ্জের বানিয়াচং উপজে’লার বড়বাজারে ভ’য়াবহ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় বড় বাজার সাবরেজিস্টার অফিসের দক্ষিণে সঞ্জব আখঞ্জীর তোলার মিল ও কবির আহম’দের স’মিলে এ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটে।

আ’গুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও জনসাধারণ মিলে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর মধ্যে তোলার মিল ও স’মিল আ’গুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে বানিয়াচং ফায়ার সার্ভিসের ইউনিট লিডার সৈয়দ আহমেদ জানান, বৈদ্যুতিক লাইনের কোন ত্রুটি দেখতে না পাওয়ায় ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আ’গুন থেকে অ’গ্নিকা’ণ্ডের সূত্রপাত। এ অ’গ্নিকা’ণ্ডের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।

এ ব্যাপারে বড়-বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন জানান, ‘বিকালে অ’গ্নিকা’ণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি। ফায়ার সার্ভিসের ১টি ইউনিটসহ জনসাধারণ মিলে আ’গুন নিয়ন্ত্রণে আনে।’

এদিকে তোলার মিলের দোকানের স্বত্বাধিকারী সঞ্জব আখঞ্জীর দোকানে এই অ’গ্নিকা’ণ্ডসহ মোট ৪ বার আ’গুন লেগেছে। এতে ঘরের মালিকও বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন বারবার একই দোকানে অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: