الأحد، 10 أكتوبر 2021

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১ শতাংশের নিচে

 


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) করো’না আ’ক্রান্ত হয়ে একজনের মৃ’ত্যু হয়েছে। এর আগে গত ৭,৮ ও ৯ অক্টোবর মৃ’ত্যুহীন দিন পার করেছিল সিলেট বিভাগ। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করো’না শনাক্ত হয়েছে।

আজ শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মা’রা যাওয়া একমাত্র ব্যক্তি সুনামগঞ্জ জে’লার বাসিন্দা। এনিয়ে এখন পর্যন্ত বিভাগে করো’নাভা’রাই’রাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন ১ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জে’লায় ৭২ জন মা’রা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার শূন্য দশমিক ৭৬ শতাংশের করো’না শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জে’লায় শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ, সুনামগঞ্জে শূণ্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে ১.৮৯ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৫ জন সিলেট জে’লার বাসিন্দা। বাকি ১ জন মৌলভীবাজার জে’লার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করো’নাভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭০৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৯৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪০ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১২৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করো’না আ’ক্রান্ত হয়ে ৯ জন বিভিন্ন হাসপাতা’লে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জে’লার হাসপাতা’লে ভর্তি আছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতা’লে ৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জে’লার বিভিন্ন হাসপাতা’লে ২৫ জন, সুনামগঞ্জের হাসপাতা’লে ২ জন, হবিগঞ্জের হাসপাতা’লে ১ জন ও মৌলভীবাজারের হাসপাতা’লে ৩ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৪ জন সিলেট জে’লার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জে’লার ১০ জন এবং মৌলভীবাজার জে’লার ১ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৪৯৭ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জে’লায় ৩১ হাজার ৩৯৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৫৮ জন, হবিগঞ্জ জে’লায় ৩ হাজার ৭৮৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২৫৩ জন সুস্থ হয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: