সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হা’মলায় অন্তত ১০ জন আ’হত হয়েছেন। এর মধ্যে আছেন তিন বাংলাদেশি।
স্থানীয় সময় শুক্রবার শেষ রাতে এবং শনিবার ভোরের দিকে দুবার ড্রোন হা’মলা হয় বিমানবন্দরটিতে। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হা’মলা এটি।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথম হা’মলায় সবাই আ’হত হন। আ’হতের মধ্যে ছয়জন সৌদি নাগরিক, তিন জন বাংলাদেশি এবং একজন সুদানের নাগরিক।
হা’মলায় বিমানবন্দরের সম্মুখভাগের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ই’রানসম’র্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ল’ড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মা’র্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সাম’রিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সাম’রিক জোট।
এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হা’মলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে এই হা’মলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।
0 coment rios: