ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় সিলেট
অঞ্চলের চারটি জেলার মূল কেন্দ্র হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এতে ০১লা অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ক' ইউনিট ভর্তি
পরীক্ষায় ৩৩০৭জন পরীক্ষার্থী অংশ নিবে। এর আগে চলতি বছরের ৩রা মার্চ দুপুরে
ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিলের সভায়
সিলেট বিভাগের চার জেলার পরীক্ষার্থীদের কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতে
পরীক্ষা নেয়ার ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এবারের ভর্তি পরীক্ষায় সিলেটের চার জেলার মোট ৭১০২ জন পরীক্ষার্থী শাবিপ্রবির অধিনস্থ কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিবে। এতে ০১লা অক্টোবর সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শুরু হওয়া ‘ক’ ইউনিটে অংশ নিবে ৩৩০৭ জন। ০২রা অক্টোবর সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিবে ৯২২জন। ০৯ অক্টোবর সকাল ১১.০০ টা থেকে ১১.৩০টা পর্যন্ত ‘চ’ ইউনিট (সাধারণ জ্ঞান) পরীক্ষায় অংশ নিবে ২৬২জন। ২২ অক্টোবর সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ পর্যন্ত ‘গ’ ইউনিট পরীক্ষায় অংশ নিবে ৪২৮জন। এছাড়া ২৩ অক্টোবর সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিবে ২১৮৩জন। এই পাঁচটি ইউনিট মিলিয়ে সর্বমোট অংশ নিবে ৭১০২জন পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, যে কোন ধরণের ইলেক্টিক ডিভাইজ সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ আছে বলে জানান ভর্তি কমিটির সভাপতি ও শাবিপ্রবির পিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার। আসন্ন ঢাবি ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্নের পথে। ০১লা অক্টোবরের পরীক্ষায় শাবিপ্রবিতে ০৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি।
0 coment rios: