الخميس، 23 سبتمبر 2021

লন্ডনের সড়কে বাঁশ

 


সিলেট’কে বলা হয় দ্বিতীয় লন্ডন। 

প্রবাসী অধ্যষিত এলাকা হিসেবে সিলেট বেশ পরিচিত। কয়েক মাস আগেই সিলেট নগরীর সড়ক উন্নয়ন ও সৌন্দর্য আধুনিকায়নে বিশেষ পরিকল্পনা হাতে নিয়ে সিলেট সিটি করপোরেশন। সেলক্ষ্যে নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার সড়কটিতে কারুকাজ করা ‘টেস্টিং গ্রিল’ বসানো হয় । সেই সাথে রাস্তার মধ্যে থাকা খুঁটিগুলোতে আলোকসজ্জা করা হয়। এমন দৃশ্য দেখে নগরীর এই সড়কটিকে লন্ডনের সড়কের সাথে অনেকেই তুলনা দেন।কিন্তু সেই মাত্র ৬ মাসের মা’থায় লন্ডনের সড়কে বাঁশ পুতে রাখা হয়েছে।

জানা যায়, কয়েক মাস আগে বন্দরবাজার-চৌহাট্টা সড়কে সংস্কার শেষে কার্পেটিংয়ের কাজ শেষ হয়।তার কিছুদিন যেতে না যেতে রাস্তার মধ্যেবিশাল আকৃতির এই গর্তের সৃষ্টি হয়। ফলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় সিলেট নগরীর জিনদাবাজারস্থ সিটি সেন্টারের সামনে গর্তের মধ্যে দুটি বাঁশের খুটি রাখা হয়েছে। সেখানে পলিথিনের ব্যাগ টাঙানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার চৌহাট্রা সড়কটি মেয়রের স্বপ্নের সড়ক, যাকে দ্বিতীয় লন্ডন অনেকেই বলে থাকেন, কয়েক কোটি টাকার সেই সড়কে ৬ মাস যেতে না যেতেই সিটি সেন্টারের সামনে বিশাল আকৃতির গর্ত সৃষ্টি হয়েছে, স্হানীয়রা দু’র্ঘ’ট’না এড়াতে বাঁশের খুটি টাঙ্গিয়ে রেখেছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: