স্বাস্থ্যবিধি মেনে বালাগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে সন্তুষ্টজনক শিক্ষার্থীদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতিতে লক্ষ্য করা হয়েছে মুক্ত জীবন তাঁরা ফিরে পেয়েছে। তাঁদের আগমনে প্রাণবন্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্টান।
স্বাস্থ্যবিধি মানতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ব্যাপক জোরধারি করতে দেখা গেছে। কর্তৃপক্ষ নিজস্ব তহবিল হতে শিক্ষার্থীদের মাক্স, হেন্ড স্যানিটেশন, সাবান ও ডেক্স-বেঞ্চে ডেটল এবং স্যানিটেশন ব্যবহার করতে দেখা গেছে। এগুলোর খরচ নিয়ে প্রশ্ন উঠেছে দায়িত্বশীলদের মধ্যে। প্রতিষ্টান খোলার ১লা দিন ব্যাপক স্বাস্থ্যবিধির উপকরণ কিনেছেন সকল প্রতিষ্টানের কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানতে হবে বাধ্যতামূলক কিন্তু এটি চিরাচরিত অভ্যাস হয়ে ওঠেনি এখনো। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা এটি কতটুকু মানবে সেটা নিয়েও প্রশ্ন জনমনে! মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি বিষয়টি বুঝে উঠলেও প্রাথমিকের বিষয়টি ধোঁয়াশা। সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্টানের সাথে আলোচনায় জানা যায়, প্রতিষ্টানে আবার শ্রেণিকক্ষের ঘন্টা বাজবে, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীগণ উপস্থিত হবেন, অনেকটা আনন্দ বিরাজ করেছে মনে। প্রথমদিন তাঁদের মধ্যে স্বাস্থ্যবিধির উপকরণ সমূহ বিতরণ করেছেন। দ্বিতীয় দিনও বিরতণ করেছেন প্রতিষ্টান কর্তৃপক্ষ। এভাবে বিতরণ করলে মাস শেষে গড়ে মোটা অংক ব্যয় হবে। এতে প্রতিষ্টানের আর্থিক তহবিলে ঘাটতি দেখা দিবে বলে ধারণা করা হচ্ছে।
এনিয়ে বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু দাস ও মাকড়সি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দীপ রায় বলেন, সিলিপ ফান্ড থেকে আমাদেরকে স্বাস্থ্যবিধির সরঞ্জামাদি ক্রয় করার জন্য বলা হয়েছে।
দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, লিখিত ভাবে স্বাস্থ্যবিধির উপকরণ সমূহ বিতরণ করতে বলা হয়নি। মৌখিক ভাবে বলা হয়েছে। প্রতিষ্টানের তহবিল হতে পাঁচ হাজার উপকরণ ক্রয় করা হয়েছে।
বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জোর দেওয়া হয়েছে। স্কুলের তহবিল হতে সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে। কোভিড মোকাবেলা সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছেন ইতিহাস বিরল। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধির উপকরণ সমূহ একটি বরাদ্দ দিলে প্রতিষ্টানের আর্থিক তহবিলের ঘাটতি ঠেকানো সম্ভব।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া বলেন, সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্টানে সিলিপ ফান্ডের মাধ্যমে স্বাস্থ্যবিধির উপকরণ কেনার জন্য বলা হয়েছে। স্কুলে গুলোতে কম-বেশি শিক্ষার্থী থাকায় নির্ধারণ করে টাকার অংকটা বলা হয়নি।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, সরকার কর্তৃক কোনো বরাদ্দ আমাদের দেয়া হয়নি। তবে উর্ধতন কর্তৃপক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে পরিষদ কর্তৃক সহযোগীতা করার জন্য। তাই আগামী ১৯সেপ্টেম্বর মাসিক সভায় এটি উপস্থাপন করা হবে।
এবিষয়ে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি বলেন, সরকার কর্তৃক কলেজে স্বাস্থ্যবিধি সংক্রান্ত কোন উপকরণ বিতরণ করা হয়নি।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুরমা নিউজকে বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি সন্তুষ্ট জনক। স্বাস্থ্যবিধি মেনে তাঁরা পাঠদান করছে। স্বাস্থ্যবিধির সরঞ্জামাদি নিয়ে তিনি বলেন, পরিদর্শনে যেতে আমরা উপকরণ বিতরণ করছি। স্কুল কর্তৃপক্ষের সাধ্যানুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ করছেন। এবং উপজেলা পরিষদ কর্তৃক সহযোগীতা করা হবে।
0 coment rios: