মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজে’লা পরিষদ উপনির্বাচনে একটি ভোট’কেন্দ্রে জনতার সঙ্গে রেবের সং’ঘর্ষ হয়েছে। এ সময় রেবের এক সদস্য আ’হত হয়েছেন। পু’লিশ সুপার মো. জাকারিয়া জানান, আত্ম’রক্ষার্থে রেব এক রাউন্ড এসএমজির গু’লি ছুড়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজে’লার কালাপুর ইউনিয়নের কাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাসিমপুর ভোট কেন্দ্রের পাশে নৌকা প্রার্থীদের সম’র্থকদের ক্যাম্পেইন সেন্টার ও অস্থায়ী দোকানপাট সরাতে বলেন। সে সময় স্থানীয়দের সঙ্গে রেবের এক সদস্যর কথা কা’টাকাটি হয়। রেব সদস্যরা তাদের ওই জায়গায় জটলা না বেঁধে সরে যেতে বলেন। স্থানীয়রা না সরলে একপর্যায়ে রেব লা’ঠিচার্জ করে।
এতে ক্ষিপ্ত হয়ে মানুষ তাদের ওপর আক্রমণ করলে এক রেব সদস্য আ’হত হন। পরে রেব সদস্যরা গু’লি ছোড়েন। এতে আতঙ্কিত হয়ে স্থানীয় জনতা পালিয়ে যান। প্রায় আধঘণ্টা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে পুনরায় আবার ভোট গ্রহণ শুরু হয়। তবে আ’হত রেব সদস্যের নাম জানা যায়নি।
এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের পু’লিশ সুপার ওই ভোট কেন্দ্র পরিদর্শন এবং অ’তিরিক্ত পু’লিশ মোতায়েন করেন। তিনি জানান, পরিস্থিতি এখন পু’লিশের নিয়ন্ত্রণে রয়েছে।
0 coment rios: