রবিবার, ১০ অক্টোবর, ২০২১

রিকশা চুরির ঘটনায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

 


রিকশা চু’রির অ’ভিযোগে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নি’র্যা’তন করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজে’লার চান্দহর এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন জে’লার সাটুরিয়া উপজে’লার চরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছে’লে। প্রায় ৫ বছর আগে সদর উপজে’লার গড়পাদা চান্দহর গ্রামের ময়ুর আলীর রিকশা ভাড়া নিয়ে চালাতেন আলমগীর হোসেন। হঠাৎ একদিন রিকশাসহ উধাও হন তিনি। দীর্ঘদিনেও তার হদিস
মেলেনি।

শনিবার আলমগীরকে দেখতে পান রিকশার মালিক ময়ুর আলীর দু‘ছে’লে। আলমগীর টের পাওয়ার আগেই মালিকের ছে’লেরা তাকে ধরে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে ফেলেন। এসময় জড়ো হন আশপাশের লোকজনও।

আলমগীর হোসেনকে চর থাপ্পড়সহ কয়েক দফায় মা’রপিট করা হয়। পরে খবর পেয়ে পু’লিশ তাকে উ’দ্ধার করে থা’নায় নিয়ে আসেন।

মানিকগঞ্জ সদর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আকবর আলী খান জানান, আলমগীর একজন পেশাদার রিকশা চো’র। তার বি’রুদ্ধে সাটুরিয়া ও ধাম’রাই থা’নায় মা’মলা রয়েছে। তাই তার বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে নি’র্যা’তন করার ঘটনায় চান্দহর গ্রামের ময়ুর আলীর ছে’লে আলী মুদ্দিন ও দানেজ মিয়াকে আ’ট’ক করে থা’নায় আনে পু’লিশ।

এঘটনায় দুইজনকে আ’ট’ক করা হলেও স্থানীয় চেয়ারম্যানের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আলমগীর হোসেনের বি’রুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: