শেরপুরের নালিতাবাড়ী উপজে’লায় মা-মে’য়েকে সংঘবদ্ধ ধ’র্ষণের অ’ভিযোগ ওঠেছে। ভুক্তভোগী মে’য়ে কি’শোরী (১৬)।
এ ঘটনায় রোববার ওই গৃহবধূ বাদী হয়ে সাতজনকে আ’সামি করে মা’মলা করেছেন। পু’লিশ মা’মলার পরিপ্রেক্ষিতে দুই আ’সামিকে গ্রে’প্তার করেছে।
গ্রে’প্তার হওয়া আ’সামিরা হলেন উপজে’লার একটি গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৪৫) ও সাদেক মিয়া (৩০)।
মা’মলা ও পু’লিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজে’লার এক গৃহবধূ তার মে’য়েকে নিয়ে নালিতাবাড়ীতে বাবার বাড়ি এসেছিলেন। শনিবার সকাল ১১টার দিকে তারা অটোবাইকে শেরপুর যাওয়ার জন্য বের হন। পথে সাত্তার ও সাদেক আলীসহ কয়েকজন তাদের শেরপুরে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন। সন্ধ্যার দিকে তারা পলা’শিকুড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে মা-মে’য়েকে ধ’র্ষণ করেন।
‘ধ’র্ষণের শিকার’ মা-মে’য়ে রোববার সকালে বাড়ি ফিরে স্বজনদের ঘটনা জানালে তারা জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল দেন।
পরে নালিতাবাড়ী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে পু’লিশ অ’ভিযু’ক্ত সাত্তার ও সাদেক আলীকে আ’ট’ক করে থা’নায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘সকালে ত্রিপল নাইন থেকে ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গে অ’ভিযান চালিয়ে জ’ড়িত দুই জনকে আ’ট’ক করি। অন্যদের আ’ট’কের চেষ্টা চলছে। এ ঘটনায় মা’মলা দায়ের ও ভুক্তভোগী মা-মে’য়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতা’লে পাঠানোর প্রস্তুতি চলছে।’
0 coment rios: