সিলেটে কর্মরত পেশাদার টুরিস্ট গাইডদের প্রথম সংগঠন সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২১-২০২৩ সালের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) শেখঘাটস্থ কার্যালয়ে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমদ।
সভায় সবার সর্বসম্মতিক্রমে ’সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের ২০২১-২০২৩ সালের কমিটি গঠন করা হয়। এতে নতুন সভাপতি ছালিকুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম জনিকে নির্বাচিত করা হয়।
নতুন কমিটির বাকি সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম মিয়া, সহ -সভাপতি জালাল উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক কামরান আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আফজাল জাকির, প্রচার সম্পাদক রনি আহমদ,অফিস সম্পাদক শাম্মিন ইয়াছিন ওয়াদুদ। নির্বাহী সদস্য হুমায়ুন কবির লিটন, স্বরূপ চক্রবর্তী, সৈয়দ মাহমুদুল হাসান।
0 coment rios: