হবিগঞ্জের মাধবপুরে ভুল চিকিৎসায় রাকিবা আক্তার নামে ১ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। যদিও ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন ওই চিকিৎসক।
গতকাল (শুক্রবার) দুপুরে পৌরসভার শ্যামলী পাড়াস্থ অবসরপ্রাপ্ত ডাক্তার ইকবালের চেম্বারে ঘটনাটি ঘটে। রাকিবা আক্তার উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মাসুম মিয়ার কন্যা।
জানা যায়, গতকাল শুক্রবার হঠাৎ করে ঠাণ্ডা জ্বরসহ অসুস্থতার কারণে শিশু রাকিবাকে নিয়ে যাওয়া হয় মাধবপুর পৌরসভাস্থ শ্যামলী পাড়ার ডাক্তার ইকবাল-এর কাছে। এ সময় তিনি ঔষধ লিখে দেন। পরে ডাক্তারের দেয়া লেখা ঔষধ তাকে খাওয়ানো হয়। এক পর্যায়ে কিছুক্ষণ পরই বাচ্চাটির অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। ফের ডাক্তারের কাছে নিয়ে আসার সময় পথিমধ্যেই মারা যায় শিশুটি।
পরিবারের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন