সুনামগঞ্জ সদর উপজে’লায় এক যুবকের চার খণ্ড লা’শ উ’দ্ধার করেছে পু’লিশ। লা’শের চারটি খণ্ড পৃথক চার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর উপজে’লার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নুরুজপুর গ্রাম সংলগ্ন কৃষক আব্দুল কাদিরের জমি থেকে লা’শের টুকরোগুলো উ’দ্ধার করা হয়।
নি’হতের নাম শামসুল হক (২৮)। তিনি নুরুজপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র এবং এক ছে’লে ও এক মে’য়ের জনক।
স্থানীয় লোকজন ও পু’লিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে পরিক’ল্পিতভাবে শামসুল হককে খু’ন করে তার লা’শটি টুকরো টুকরো করে পৃথক স্থানে ফেলে রাখা হয়েছে। লা’শটির এক জায়গায় দেহ, আরেক জায়গায় মা’থা, আরেক জায়গায় পা ও অন্য জায়গায় তার কলিজা পাওয়া যায়। কে বা কারা এ জঘন্য হ’ত্যাকা’ণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পু’লিশ।
এ ঘটনায় বুধবার সদর থা’না পু’লিশ তার পিতা ও পরিবারের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আ’ট’ক দেখানো হয়নি।
সুনামগঞ্জ সদর থা’নার ওসি মো. সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে বা যারাই এ হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে। এ ব্যাপারে পু’লিশি তৎপরতা চলছে। পরিবারের লোকজন আজ দাফন-কাফন নিয়ে ব্যস্ত ছিল। বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে মা’মলা করার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন