বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছেন টালিউডের গুণী নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। মিথিলার পোস্ট করা ছবি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডেলে শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনও ভালো কাজ করেছিলাম’।
সৃজিতের এমন মুগ্ধতার কারণ গতকাল রাতে (২২ সেপ্টেম্বর) তাকে ও মেয়ে আয়রাকে নিয়ে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে গিয়েছিলেন মিথিলা। উপলক্ষ হলো, সৃজিতের জন্মদিন (২৩ সেপ্টেম্বর)।
রাতে পাঁচতারকা হোটেলটিতে তারা সৃজিতের জন্মদিন উপলক্ষে কেক কাটেন ও নৈশভোজ করেন। সেখানে তোলা ছবি মিথিলা তার টুইট অ্যাকাউন্ট এ পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মি. মুখার্জি...’।
ছবিতে একেবারে সাদামাটাভাবে জন্মদিন পালন করতে দেখা গেছে সৃজিত-মিথিলাকে। মেয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেককে বধ করেছেন সৃজিত। বাবার কেককাটার কাণ্ড দেখে হেসেই খুন ছোট্ট আয়রা!
২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। বর্তমানে এই অভিনেত্রী কলকাতাতেই বেশি সময় পার করছেন। সৃজিতের নতুন কাজে সপরিবারে এখন মুম্বাই আছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন