Pages

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারে শেষ হচ্ছে একযুগের দুর্দিন



অবশেষে ভাঙাচোরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পথ চলা শেষ হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু-কলাবাড়ী-দয়ারবাজার রাস্তায় চলাচলকারী জনসাধারণের। একযুগেরও বেশি সময় ধরে সংস্থার না হওয়া এই সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পর (১ম সংশোধিত) আওতায় ২০২১-২২ অর্থ বছরে বাস্তবায়িত হবে এ প্রকল্প। ধলাই ব্রিজ টু দয়ারবাজারের পূর্ব পর্যন্ত ৩ কি.মি ৭৫ মিটার আরসিসি রাস্তার কাজে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ ১ হাজার ৬১৪ টাকা। প্রকল্পের দরপত্র আহ্বানসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে এরই মধ্যে এলজিইডিল সিলেটের নির্বাহী প্রকৌশলীকে পত্র দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, এই সড়কের মাঝে মাঝে বড় বড় গর্ত। কোনো কোনো গর্তে বৃষ্টির পানিতে ছোট পুকুরের মতো আকার ধারণ করে আছে। এর মধ্যে গাড়ি চলছে হেলেদুলে। শুকনো মৌসুমেও এসব গর্তে প্রতিনিয়ত আটকা পড়ে যানবাহন।

রাস্তাজুড়ে শুধুই খানাখন্দ। বড় বড় গর্ত এখন ছোটখাটো জলাশয়ে রূপ নিয়েছে। এসব গর্তে জমে থাকে পানি। ফলে কাদা-পানিতে একাকার সড়কে চলতে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। যাত্রীবাহী যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। স্থানে স্থানে বড় বড় গর্তে গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে জানান এলাকাবাসী। তারপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার মানুষ।

এইকে দীর্ঘ একযুগের বেশি সময়ের পরে এই রাস্তার উন্নয়ন কাজ হবে শোনে মহা খুশি উপজেলা পূর্ব ইসলামপুর ইউনিয়ন ও উত্তর রণিখাই ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষ। এই দুটি ইউনিয়নের মানুষের উপজেলা সদর ও সিলেট শহরের যোগাযোগে একমাত্র রাস্তা এটি।

অটোরিকশা চালক হৃদয় আহমদ বলেন, সামান্য বৃষ্টি হলেই গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় গাড়ি কাদা-পানিতে আটকে থাকে। যদি রাস্তা সংস্থার হয় তাহলে গাড়ী ভালো থাকবে এবং ভাড়াও কমে যাবে।

স্থানীয় পাথর ব্যবসায়ী রাকিব আল হাসান জানান, এই রাস্তা দিয়ে চলাচলকারী সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। এমনকি রাস্তা দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না। শুনেছি রাস্তার বরাদ্দ হয়েছে দ্রুত সময়ের কাজ করা হলে আমারা অনেক বছরের কষ্ট থেকে মুক্তি পাব।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কলাবাড়ী গ্রামের বাসিন্দা হাজী আলা উদ্দিন জানান, এই সড়কটির উন্নয়ন যার সামান্য ভূমিকা রেখেছে সবাই এলাকাবাসীর পক্ষে থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কলাবাড়ি গ্রামের কৃতি সন্তান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) মোহাম্মদ শামছুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, এলজিইডিথর প্রধান প্রকৌশলী, সিলেট এলজিইডিথর তত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশল বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, ধলাই সেতু-কলাবাড়ী-দয়ারবাজার পর্যন্ত পৌনে চার কিলোমিটার সড়ক আরসিসি ঢালাইয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে দয়ারবাজার থেকে হাদারপার সড়কের কাজ হবে। এই সড়কটি আরসিসি ঢালাই হলে জনসাধারণের চলাচল ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন