চ্যারিটি সংস্থা স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) ওসমানী নগর উপজেলার ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পেনসিল, স্কেলসহ নানা শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরিয়ম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্য হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী ও মাঈশা হোসাইন।
ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীমা দাসের সভাপতিত্বে ও স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নাদিম আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মরিয়ম
চৌধুরী বলেন, ইসলাম সম্প্রীতি ও মানবতার ধর্ম। ইসলামের চাহিদা হচ্ছে সকল
সৃষ্টির কল্যাণ কামনা। নামাজ রোজা যেমন ইবাদত, তেমনি আল্লাহ তাআলাকে খুশি
করার অন্যতম মাধ্যম হচ্ছে মানবসেবা। এই চিন্তা থেকেই স্বপ্ন ফাউন্ডেশনের
প্রতিষ্ঠা। ২০১৯ সাল থেকে আমরা এই লক্ষ্যে সিলেটের বিভিন্ন অঞ্চলে
জনকল্যাণমুখী কাজ করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছি।
কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আমরা সকলের দুআপ্রার্থী। তিনি
শিক্ষার্থীদেরকে জ্ঞানের মাধ্যমে জীবনসংগ্রামে টিকে থাকার আহ্বান জানান।
এ সময় স্কুলের শিক্ষকবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী।
0 coment rios: