বিয়ানীবাজারের মুড়িয়ায় এক স্কুলছা’ত্রীর ঝুলন্ত লা’শ উ’দ্ধার করেছে পু’লিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় উপজে’লার মুড়িয়া ইউনিয়নের পাথারী পাড়া গ্রামের নজরুল ইস’লামের মে’য়ে জান্নাতের (১২) লা’শ উ’দ্ধার করে পু’লিশ। সে সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের ডিভোর্সের পর নানাবাড়িতে থাকা জান্নাত। মঙ্গলবার তার মা ডাক্তার দেখাতে গিয়ে ফিরে এসে জান্নাতের রুম বন্ধ পান পরে তাকে ডেকে সাড়া পাননি। পরে পেছনের দরজা খুলে জান্নাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা পু’লিশকে খবর দিলে রাতে একদল পু’লিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর লা’শ উ’দ্ধার করে ময়নাদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়।
বিয়ানীবাজার থা’নার ওসি হিল্লোল রায় বলেন, জান্নাত নামের মে’য়েটির লা’শ উ’দ্ধার করেছে একদল পু’লিশ। তার লা’শ ময়নাত’দন্তের জন্য ওসমানী হাসপাতা’লের ম’র্গে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন