Pages

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বিদ্রোহীদের দলে ফেরার পথ বন্ধ: শ্রীমঙ্গলে নানক

 


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিদ্রোহী প্রার্থীরা আর দলে ফিরতে পারবে না।  এ ব্যাপারে দল অত্যন্ত কঠোর অবস্থানে।  

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্টেশন সড়কে শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।   

তিনি বলেন, যারা দলের সিদ্ধান্ত ও শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তারা কখনোই আওয়ামী লীগার হতে পারেন না। তাদের জন্য দলের দরজা সবসময়ের জন্য বন্ধ থাকবে৷

নানক বলেন, আমরা আপনাদের ভোট পাওয়ার দাবি রাখি৷ নেত্রী  আপনাদের কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন। ভানু লাল রায়কে শেখ হাসিনা নিজে মনোনয়ন দিয়েছেন।  তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন৷

চা শ্রমিকদের কাছে প্রশ্ন রেখে নানক বলেন, আপনাদেরকে বিদ্যুৎ, স্কুল, কমিউনিটি ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থাসহ জীবনমান উন্নয়নের জন্য পাঁচ হাজার করে টাকা দিচ্ছেন৷ এছাড়াও এই উপজেলায় সরকার প্রচুর উন্নয়ন করেছে। তাই আপনারা আগামীদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন৷

নানক বলেন,এই নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সজাগ থাকবেন এবং আপনারা কোন ভোট ভাগ করবেন না৷

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো.মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান ফজলু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. রাধাপদ দেব সজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন