অবশেষে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে গড়ে উঠা অবৈধ পার্কিং এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে সিলেটের জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদ করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথের ঠিক ডানপাশে দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং গড়ে তোলা হয়েছিল। এ পার্কিং ঘিরে একটি চক্র নানা ধরণের অপকর্ম চালাতো এবং প্রতিদিন হাজার হাজার টাকা লুটে নিতো।
এছাড়া হাসপাতাল এলাকায় অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নিত্যদিনকার সমস্যা। হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিতে চলে এসব অ্যাম্বুলেন্সের সাথে জড়িতদের অপতৎপরতা।
অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের বিষয়ে ঘটনাস্থলে কোনো বক্তব্য দেননি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
পার্কিং জোনের পরিচালক মীর্জা এম এস হোসেন বলেছেন, বিনা নোটিশে হঠাৎ করেই ওসমানীর পার্কিং জোন দখল করা হয়েছে । তিনি বলেন, ২০০৭ সাল থেকে চুক্তি অনুযায়ী পার্কিং জোন চালিয়ে আসছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে অতিরিক্তি পরিশোধিত পাওনাও জমা রয়েছে। চলতি বছরের ২৭ জুন তিনি হাসপাতাল কতৃপক্ষের কাছে প্রাপ্য বকেয়া টাকা ৫০ লাখ ৮৪ হাজার ৬ শ ৯৬ টাকা (অতিরিক্তি পরিশোধিত পাওনা) আদায় এবং অনাদায়ে সময় বর্ধিত করণের জন্য আদালতের রায় প্রার্থনা করেন। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার ভোরে জোরপূর্বক পার্কিং জোন উচ্ছেদ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহার অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রিসিভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছিলেন। এসময় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা, ১৫ তলা বিল্ডিং নির্মাণের অগ্রগতি, ওসমানী হাসপাতালের পাশেই ‘ওসমানী হাসপাতাল-২’ নির্মাণ, নানা অনিয়ম ইত্যাদি নিয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এবং ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সাথে কথা বলেন এবং দিক নির্দেশনা দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন