বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জে মাটির নিচে মদভর্তি সারি সারি ড্রাম!

 


মাটি খুঁড়তেই এবার বেরিয়ে এলো চোলাই ম’দভর্তি সারি সারি বোতল ট্যাংকি ড্রাম। সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামবাসীর সহযোগিতায় পু’লিশ শনিবার রাতে জ’ব্দ করেছে প্রায় ২ হাজার ২৬০ লিটার চোলাই ম’দ ও ম’দ তৈরির ওয়াশ জাতীয় পচা উপকরণ।

এ সময় ক্রেতা-বিক্রেতাসহ তিনজনকে গ্রে’প্তার করা হয়েছে। পালিয়ে গেছেন আরও ৩ জন।

গ্রে’প্তারকৃতরা হলেন- উপজে’লার উত্তর বাদাঘাট ইউনিয়নের কা’মড়াবন্দ পূর্বপাড়ার প্রয়াত রবিলাল দাসের ছে’লে রতন রবিদাস, পার্শ্ববর্তী কুনাট ছড়া গ্রামের কালা মিয়ার ছে’লে কা’মাল উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজে’লার মিয়ারচর গ্রামের মৃ’ত জিন্নত আলীর ছে’লে রাজু মিয়া।

রোববার সুনামগঞ্জ জে’লা পু’লিশের মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করে জানায়, পু’লিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় তাহিরপুর থা’নার বাদাঘাট পু’লিশ ফাঁড়ির সদস্যরা শনিবার রাত সোয় ১টার দিকে উপজে’লার বাদাঘাট সরকারি কলেজ রোডের পাশে কা’মড়াবন্দ পূর্বপাড়ায় অ’ভিযান চালায়।

ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে গ্রামবাসী, যুবকরা সংঘবদ্ধ হয়ে ওই পাড়ার একাধিক বাড়ির বসতভিটার ভেতর, বাহির পেছনের আঙিনার মাটি খুঁড়ে উ’দ্ধার করে নিয়ে আসে প্রায় ২ হাজার ২৬০ লিটার চোলাই ম’দ ও ম’দ তৈরির ওয়াশ জাতীয় পচা উপকরণ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: