রোববার (১০ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ বিয়ানীবাজারে এই শাখার উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর।
প্রবাসীরা
বিয়ানীবাজারে এধরনের সুপারশপে কেনাকাটা করতে পেরে বেশ উৎফুল্ল। তারা
জানান, একটি উপজেলায় মানসম্পন্ন এমন সুপারশপ হবে ভাবাই যায় না।
বিশ্বমানের সেবা উপজেলাবাসীকে পৌঁছে দেওয়ার পাশাপাশি বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্দেশে এই সুপারশপ খোলার উদ্যোগ নেওয়া হয় বলে জানান রাজমহল সুপার শপের ব্যবস্থাপনা পরিচালক শেখ নূরুল হক।
রাজমহল সুপার শপের অপারেশন ম্যানেজার মো. হুমায়ূন কবির পলাশ জানান, সব পণ্যের শতভাগ গুণগত মান নিশ্চিত রেখে ক্রেতার হাতে তা তুলে দিতে রাজমহল অঙ্গীকারবদ্ধ।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর বিয়ানীবাজার পৌরএলাকায় রাজমহল এক্সপ্রেসের কার্যক্রমকে স্বাগত জানিয়ে রাজমহল প্রতিটি পণ্যের মান বজায় রেখে বিয়ানীবাজারে সেবা দিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাজমহল এক্সপ্রেসে মিষ্টি, ফাস্টফুড, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফ্রোজেন মাছ-মাংসসহ সব ধরনের পণ্য রয়েছে।
0 coment rios: