Pages

বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

সিলেট টু ঢাকা ৬ লেনের কাজ শিগগির শুরু হচ্ছে

 


সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজকে ভাগ করা হয়েছে ১৩টি সেকশনে। এর মধ্যে ৮টি সেকশনের কাজের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে। শিগগির শুরু হবে কাজ। তবে জমি অধিগ্রহণ জটিলতার কারণে সিলেট অংশে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভা’রত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমবার (৪ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তার দেখা হয়েছে। সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক প্রসঙ্গে তাঁর সাথে কথা হয়েছে। ওবায়দুল কাদের জানিয়েছেন, মহাসড়কের ১৩টি সেকশনের মধ্যে ৮টিতে টেন্ডার হয়ে গেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সিলেট থেকে কাজ শুরুর অনুরোধ জানানো হয়েছিল ওবায়দুল কাদেরের কাছে। কিন্তু তিনি জানিয়েছেন, সিলেট ও হবিগঞ্জে জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা আছে। তাই এখনই সিলেট থেকে মহাসড়ক ৬ লেনে উন্নিত করার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই এই জটিলতা কাটিয়ে কাজ শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডের কারণে কাজে কিছু দেরি হয়েছে। আশা করা যাচ্ছে জমি অধিগ্রহণের জটিলতা কে’টে যাবে। ২০২৩ সালের মধ্যে যাতে সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক প্রকল্পটি যাতে বাস্তবায়ন করা যায়, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চান।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন