সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার সিলেটের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, শিশু জন্ম নেওয়ার পরপরই জন্ম নিবন্ধন ও কোনো ব্যক্তি মারা গেলে মৃত্যু নিবন্ধন করা জরুরি। নিবন্ধন না থাকলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে। এ জন্যই সরকার জন্ম ও মৃত্যুর নিবন্ধনের ব্যবস্থা করেছেন। এ সময় সবাইকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আহবান জানান তারা।
সিসিক ॥ সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন
দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল
বুধবার নগর ভবনের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কমিটির সভাপতি
সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানার সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেটে সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক
বকস, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এ.কে.এ লায়েক, কাউন্সিলর মো.
ইলিয়াছুর রহমান, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর এস এম শওকত আমিন
তৌহিদ, কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু,
সংরক্ষিত কাউন্সিল রেবেকা আক্তার লাকি প্রমুখ।
শান্তিগঞ্জ ॥ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান,
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২১
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা
পরিষদের অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার,
শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউপি
চেয়ারম্যান আক্তার হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন,
উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, জয়কলস উজানীগাও রশিদিয়া
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক ও পূর্ব পাগলা ইউপি সচিব মামুনুর
রশীদ।
এসময় উপস্থিত ছিলেন দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম পাগলা
ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা
হাসান কবির, মেডিকেল অফিসার ডা. জ্যোতি দাস, উপজেলা পরিবার পরিকল্পনা
কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
মো. আব্দুল বারেক প্রমুখ।
তাহিরপুর ॥ তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, তাহিরপুর
উপজেলায় সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে ‘জাতীয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা
কনফারেন্স রুমে দিবসটি পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী
বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আলা উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো.
ইকবাল কবির, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, মেডিকেল
অফিসার ডা: মির্জা রিয়াদ হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।
ধর্মপাশা ॥ ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ধর্মপাশা
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার গণমিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী
অফিসার মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস
২০২১ উদযাপন উপলক্ষে, আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়। এতে আরো বক্তব্য
রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা
মো. নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম
দিদার পিকে, শিক্ষক মো. শাজাহান কবীর, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের
শিক্ষক নজরুল ইসলাম ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সচিব বাবুল চৌহান প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন