Pages

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

ফেসবুকে ভাইরাল সিলেট মহানগর ছাত্রলীগের ভুয়া কমিটি

 


সিলেট মহানগর ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে এমন একটি প্যাড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর সম্বলিত প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘদিন কমিটির অ’পেক্ষায় থাকা নেতাকর্মীরা কোনকিছু বুঝে উঠার আগেই শেয়ার আর অ’ভিনন্দন বার্তা সম্বলিত পোস্ট দেয়া শুরু করেন। এর ফলে দ্রুতই প্যাডটি ভাই’রাল হয়ে যায়।

পরে খোঁজ নিয়ে জানা গেছে- এই প্যাডটি ভু’য়া। এমনকি যাদের নাম প্যাডে রয়েছে তারাও প্যাডটি ভু’য়া বলে দাবি করছেন। পাশাপাশি নেতাকর্মীদের বি’ভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অ’ভিযোগ এনে সিলেট জে’লা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই অ’ভিযোগে ২০১৮ সালের অক্টোবরে সিলেট মহানগর কমিটি বিলুপ্ত করা হয়।

তবে নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৩ মা’র্চ সিলেটের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এসময় দুই নেতাই দ্রুত সময়ের মধ্যে কমিটি দেয়া প্রতিশ্রুতি দিলেও কমিটি ঘোষণার অ’পেক্ষা বাড়ছেই। এতে হতাশ সিলেট জে’লা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন