সিলেটের বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের একটি বিদ্যালয়ের নির্মানাধীন ভবন সংযুক্ত শৌচাগারের ট্যাংকে পড়ে সামির হোসেন (৯) নামে এক বাঁক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাংলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সামির হোসেন উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রামের অটোরিকশা চালক গৌছ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামির হোসেন নামের ওই শিশুটি জন্মগতভাবেই বাঁক প্রতিবন্ধী। শিশুটির প্রায়শই বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরবেলা সে লাংলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে ঘুরতে বের হয়। সেই বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় গ্রামীণ রাস্তা সংলগ্ন শৌচাগারের নির্মাণাধীন ট্যাংক অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তাছাড়া বৃষ্টির পানি জমে সেই ট্যাংকের উপরিভাগে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিপদজনক হয়ে উঠেছে। গ্রামের রাস্তা সংলগ্ন শৌচাগারের সেই ট্যাংকে ঘুরতে গিয়ে অসাবধানতাবশত খেলার ছলে ট্যাংকের মধ্যে পড়ে ডুবে যায় শিশু সামির হোসেন। পরে শিশুটির মরদেহ পানির উপরে ভেসে উঠলে পথচারীরা প্রথমে দেখতে পান এবং পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে বিষয়টি অবগত করেন।
পরে খবর পেয়ে চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, চারখাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফয়সল আহমদ ও এসআই নূর নবী ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন