সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা সয়াবিন তেলবাহী ট্রাকের পেছনে পাথরবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার দয়ামির এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার কামরুল ইসলাম (৫০)। তার পিতার নাম জানা যায়নি। ও খুলনা জেলার, সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার মৃত হানিফ উল্লাহর পুত্র ইদ্রিস আলী।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক জানান, ঢাকামুখি হয়ে দাঁড়ানো ট্রাকের পেছনে অপর ট্রাকটি সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, নিহত দুইজনের একজন দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনে দাঁড়ানো ছিলেন আর অপরজন ধাক্কা দেওয়া ট্রাকের সামনে বসা ছিলেন। তাই দুজনই চালক কিংবা হেল্পার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লাশ উদ্ধার ও গাড়ি দুটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন