Pages

শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এসপির দিকনির্দেশনায় বালাগঞ্জে ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 


বালাগঞ্জ প্রতিনিধি:

 
বালাগঞ্জ থানা পুলিশের এক অভিযানে সুহেল আহমদ নামে পাঁচ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশানায় ও বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান এর তত্ত্বাবধানে এএসআই(নি:) মোঃ আলতাফ হোসেন ও এএসআই(নি:) সুমন পাল নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ সেপ্টেম্বর) বালাগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম গ্রামের আব্দুল ওয়াহিদ ছেলে সুহেল আহমদ। তার বিরুদ্ধে বালাগঞ্জ থানার ২০০৪ সালের একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া অফিসার ) মোঃ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি বালাগঞ্জ থানার ২০০৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকেই পলাতক ছিল। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে, এবং অপরাপর সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার সিলেট জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন