প্রাকৃতিক সৌন্দর্যঘেরা সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রতিবছরই বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করে থাকে বিশ্ববিদ্যালয় পরিবার। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সৌদি খেজুরের চারা রোপণ করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড.বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো.রেজাউল করিম,রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি, ডেপুটি রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে উপাচার্য প্রফেসর ড. কাজী
আজিজুল মাওলা বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের সুস্থ
জীবনের জন্য বৃক্ষ খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে
ক্যাম্পাস প্রাঙ্গণে ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষরোপণ করার
উদ্যোগ নিয়েছে এ বিশ্ববিদ্যালয়, যা ক্যাম্পাসকে সাজিয়ে তুলছে এক নতুন
রূপে। তিনি আরও বলেন, নতুন গাছ রোপণ ও পুরানো গাছগুলোর পরিচর্যা করার
মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে।
উল্লেখ্য, বিভিন্ন সময় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে বটল পাম, কদম, নিম,
তাল, নারিকেল, আমলকি, অর্জুন, হরিতকি, দারুচিনি, এলাচি, সোনালু, বহেরাসহ
বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন